অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে পরিবারের কাছে ফেরত দিতে কবর থেকে তোলা হলো নিহতদের মৃতদেহ


নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আলতাফ ভাট ও মুদাসীর আহমেদ গুলের পরিবারের সদস্যরা বিক্ষোভের সময় বিচার এবং তাদের মৃতদেহ ফেরত দেবার আবেদন জানান, ১৭ই নভেম্বর, ২০২১ /ছবি তৌসিফ মুস্তাফা/এএফ
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আলতাফ ভাট ও মুদাসীর আহমেদ গুলের পরিবারের সদস্যরা বিক্ষোভের সময় বিচার এবং তাদের মৃতদেহ ফেরত দেবার আবেদন জানান, ১৭ই নভেম্বর, ২০২১ /ছবি তৌসিফ মুস্তাফা/এএফ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কর্তৃপক্ষ শুক্রবার ভোরের দিকে নিরাপত্তা অভিযানে নিহত দুজন অসামরিক নাগরিকের মরদেহ কবর থেকে উত্তোলন করেI ঐ বিতর্কিত অঞ্চলে ক্ষোভ এবং নিহতদের পরিবারের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেI

পুলিশ জানায় এই দুই ব্যক্তি এই অঞ্চলের প্রধান শহর শ্রীনগরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে সন্দেহভাজন দু’জন বিদ্রোহীর সঙ্গে "গোলাগুলি বিনিময়ের" সময় নিহত হন।

পুলিশের এই দাবি যে জঙ্গিদের সঙ্গে তারা সংশ্লিষ্ট ছিল, তা অস্বীকার করেছে তাদের স্বজনরা ।পরিবারের তরফে জোর দিয়ে জানানো হয় যে তারা ছিল সাধারণ নাগরিক এবং ঠান্ডা মাথায় তাদের হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীকে তারা দোষারোপ করেI

তাদের মৃত্যু অশান্ত এই অঞ্চলে ক্ষোভের সৃষ্টি করে এবং তাদের পরিবার যথাযথ ইসলামী নিয়মমাফিক দাফনের জন্য দেহগুলো ফেরত দেবার দাবি জানানI

হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই কর্তৃপক্ষ প্রত্যন্ত এক কবরস্থান থেকে তাদের মরদেহ দু’টি তুলে আনে, যেখানে রাতের গভীরে পরিবারের অনুপস্থিতিতে তড়িঘড়ি করে তাদের কবর দেয়া হয়েছিলI

পরিচয় প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, "দেহগুলো শীঘ্রই তাদের পরিবারের কাছে তুলে দেয়া হবে"I

এই অঞ্চলে এ বছর, ৩০ জনের বেশি সাধারণ নাগরিকের হত্যার পর, মোহাম্মদ আলতাফ ভাট ও মুদাসীর আহমেদ গুলও নিহত হলেন।

(এএফপি)

XS
SM
MD
LG