অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মি এডোয়ার্ড স্নোডেন রাশিয়ায় সাময়িক আশ্রয় প্রার্থনা করেছেন


রাশিয়ার এক আইনজিবী বলছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের সাবেক চুক্তিবদ্ধ কর্মচারী এডোয়ার্ড স্নোডেন রাশিয়ায় অস্থায়িভাবে আশ্রয়ের জন্যে আবেদন পত্র জমা দিয়েছেন । এ্যাটর্ণী আনাতোলী কুচেরেনা বলেন – ৩০ বছর বয়সি স্নোডেন আশ্রয়ের ঐ আবেদনপত্র জমা দিয়েছেন রাশিয়ার কেন্দ্রীয় অভিবাসন দফতরে আজ মঙ্গলবারে , তবে এখনো তিনি শেষমেষ লাতিন এ্যামেরিকাতেই যেতে চান । স্নোডেন এখনো অব্দি মস্কোর একটি বিমানবন্দরের ট্রানযিট এলাকাতেই অবস্থান করছেন । বামপন্থী তিন লাতিন এ্যামেরিকার দেশ ভিনিযুয়েলা , বোলিভিয়া এবং নিকারাগুয়া স্নোডেনকে আশ্রয় দিতে চেয়েছে । কিন্তু যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করে দেওয়ায় তিনি মস্কো থেকে বের হতে পারছেন না ।
XS
SM
MD
LG