অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় তৃতীয় সংক্রমণের ঢেউ


দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, সাইরিল রামফোসা তাঁর দেশের ৯টি প্রদেশের ৫টিতে অত্যন্ত দ্রুত বর্ধনশীল ডেল্টা ভেরিয়েন্টের উপস্থিতির কথা জানিয়েছেন এবং সেইসঙ্গে ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে নুতন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেনI

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট সাইরিল রামফোসা বলেন, নুতন ডেল্টা ভেরিয়েন্টের দ্রুত বিস্তার অত্যন্ত ভয়ংকরI তিনি বলেন, তাঁর কথায়, ভয়াবহ না হলেও, যে হারে তা ছড়াচ্ছে, তাতে বহু লোক আক্রান্ত হতে পারেনI তাদেরকে একই সঙ্গে চিকিৎসাসহ জীবন বাঁচানোর প্রয়োজন পড়বে, তাই আমাদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হবেI

নুতন নিষেধাজ্ঞায় রয়েছে, সব ধরণের সমাবেশ ও স্কুল বন্ধের ঘোষণা, সব ধরণের মদ্যপানীয় বিক্রি ও রেস্তোরায় পানাহার নিষিদ্ধকরণ, কঠোর কারফিউ জারি করা এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপI

প্রেসিডেন্ট রামফোসা হুশিয়ার করে দেন, এই ভয়ঙ্কর ভেরিয়েন্ট ভাইরাস আমাদের আঘাত হানতে চলেছে এবং সকল ইঙ্গিত প্রমান করে যে, আগেকার সংক্রমণের চাইতে এই আগ্রাসী ভাইরাসের ঢেউ ,আরো শক্তিশালী ও মারণাত্মকI

XS
SM
MD
LG