অ্যাকসেসিবিলিটি লিংক

সব বাধা অগ্রাহ্য করে কেরলের সবরীমালা মন্দিরে প্রবেশ করলেন দুই নারী


SoboriMala Mandir
SoboriMala Mandir

২০১৯ এর দ্বিতীয় দিনেই দক্ষিণ ভারতের কেরলের সবরীমালা মন্দিরে ইতিহাস। সব বাধা অগ্রাহ্য করে মন্দিরে প্রবেশ করলেন ৫০ অনূর্ধ্ব দুই নারী।

আজ ভারতীয় সময় ভোরের দিকে চল্লিশোর্ধ্ব দুই নারী মন্দিরের ভিতরে প্রবেশ করেন। পুলিশের সাহায্যে তাঁরা মন্দিরের ভেতর প্রবেশ করেন। মধ্য রাত থেকে তাঁরা পাহাড়ে ওঠা শুরু করেন। কেরলের বাসিন্দা বিন্দু এবং কণকদুর্গা তিনটে বেজে ৪৫ মিনিটে আয়াপ্পার দর্শন করে প্রার্থনা জানান। সবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীরা প্রবেশ করতে পারতেন না। ঋতুমতী নারীদের মন্দিরে প্রবেশ বন্ধ- এই রীতি চলে আসছিল সবরীমালায়। কিন্তু সব বয়সের নারীরা এখন থেকে সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে ঐতিহাসিক রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের রায়ের পর দেখা গিয়েছে গত তিন মাসে বার বার নারীদের সবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা হলেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁদের। প্রবল বিক্ষোভের মুখে ফিরে আসতে বাধ্য হয়েছেন বিভিন্ন সময়ে। কিন্তু শেষ পর্যন্ত এবার মন্দিরে প্রবেশ করতে সফল হলেন দুই সাহসী নারী ।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় প্রতিবেদনে।

XS
SM
MD
LG