অ্যাকসেসিবিলিটি লিংক

সোচি অলিম্পিকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মোট ২৭টি করে পদক পেয়েছে


রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক্স শেষ হবার ঠিক আগের দিন, আজ নরওয়ের স্কি খেলোয়াড়রা তিনটি মেডেল ছিনিয়ে নিয়েছে। ম্যারিট জোয়েরগেন , মহিলাদের আন্তদেশীয় তিরিশ কিলোমিটার ফ্রি স্টাইল রেইসে সোনা জিতে নিয়েছেন। এই শীতকালীন অলিম্পিক্স প্রতিযোগিতায় তার ষষ্ঠ স্বর্ণ পদক পাবার রেকর্ড হলো।

ও দিকে পুরুষদের স্নোবোর্ড প্যারেলেল স্লালোম প্রতিযোগিতায় রাশিয়ার জন্যে আমেরিকান বংশোদ্ভূত ভিক ওয়াইল্ড স্বর্ণ পদক পেয়েছেনে। এই খেলায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে স্লোভেনিয়া ও অষ্ট্রিয়া ।

আজ শনিবার তিনটি খেলা শেষে এ পর্যন্ত স্বাগতিক দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মোট ২৭টি মেডেল পেয়েছে, এর পরেই রয়েছে নরওয়ের ২৫টি পদক। সর্বাধিক ১১টি স্বর্ণ পদক পেয়েছে নরওয়ে, রাশিয়া পেয়েছে ১০টি এবং যুক্তরাষ্ট্র ও কানাডা ৯ টি স্বর্ণপদক পেয়েছে।
XS
SM
MD
LG