সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট জানিয়েছে যে উগ্রবাদীরা ফেইসবুকের মত সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে এবং বাংলাদেশও তার আওতায় মধ্যেই রয়েছে । বাংলাদেশ এরই মধ্যে অভ্যন্তরীণ বিষয়ে সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রেও ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমের অসামাজিক কর্মকান্ডের শিকার হয়েছে। ফেইসবুকে গুজব ছড়িয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে, মানুষকে ক্ষেপিয়ে সহিংস করে তোলা হয়েছে, পরিকল্পিত ভাবেই। সামাজিক মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে উগ্রবাদে উস্কানি দেওয়া হয় সেই বিষয়টি বিশ্লেষণ করেছেন ঢাকা থেকে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পীস এন্ড সেক্যুরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনীর। আর ওয়াশিংটন থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন , ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ ।