কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের ঘটনার দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও দোষীদের শনাক্ত ও গ্রেফতার না করতে পারার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছাত্র জমায়েত, মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করে। কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোট আগামী ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে। গণজাগরণ মঞ্চ তনুর বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে। তনু হত্যা ঘটনায় বিচার বিভাগ তদন্ত কমিটি গঠন এবং ২০ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।...ঢাকা থেকে আমীর খসরু