দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর এক সার্জেন্ট যার বিরুদ্ধে ৫ জন সৈনিককে হত্যা করার অভিযোগ রয়েছে, তিনি গুলি করে আত্মহত্যার যে চেষ্টা চালান তাতে ব্যর্থ হযেছেন। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। অনুমান করা হচ্ছে যে গুলিতে যে তিনি আহত হন তা থেকে তিনি আরগ্য লাভ করবেন।
২২ বছর বয়স্ক ওই সৈনিকের নাম লিম। শনিবার উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর সৈন্যমুক্ত এলাকার কাছে এক নিরাপত্তা চৌকীতে রাইফেল ও গ্রেনেড হমলা চালানোর পর তিনি জঙ্গলে লুকিয়ে থাকেন। ওই হামলায় ৫ জন সৈনিক নিহত হন এবং আহত হন ৭ জন।
রবিবার সিউলের ২২০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে গোসিয়নে দক্ষিণ কোরিয়ার সেনারা ওই সৈনককে আটক করে।
২২ বছর বয়স্ক ওই সৈনিকের নাম লিম। শনিবার উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর সৈন্যমুক্ত এলাকার কাছে এক নিরাপত্তা চৌকীতে রাইফেল ও গ্রেনেড হমলা চালানোর পর তিনি জঙ্গলে লুকিয়ে থাকেন। ওই হামলায় ৫ জন সৈনিক নিহত হন এবং আহত হন ৭ জন।
রবিবার সিউলের ২২০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে গোসিয়নে দক্ষিণ কোরিয়ার সেনারা ওই সৈনককে আটক করে।