কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং সম্পর্ক কী ভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন, উত্তর কোরিয়ায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পাঠাচ্ছেন। রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউজ ওই ঘোষণা করে।
মুনের মুখপাত্র ইউন ইয়াং চ্যান সাংবাদিকদের বলেন, “বিশেষ প্রতিনিধিরা উত্তর কোরিয়া – যুক্তরাষ্ট্র মধ্যে সম্ভাব্য আলোচনার পট প্রস্তুত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।”
মুনের জাতীয় শীর্ষ উপদেষ্টা চুং ইইউই-ইয়ং এবং ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (এনআইএস)’র প্রধান সুহ হুনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল পিয়ংইয়ং সফরে যাবেন।
উত্তর কোরিয়ায় দুদিনের সফর শেষে প্রতিনিধি দলটি, সফরের অগ্রগতি সম্পর্কে আমেরিকান কর্মকর্তাদেরকে অবহিত করার জন্য যুক্তরাষ্ট্র যাবেন।