সোমালি ও আমেরিকান সামরিক বাহিনী সোমালিয়ার মধ্যাঞ্চলের জুবা অঞ্চলে, আল শাবাবের একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংশ করে দিয়েছে।
সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মেদ আব্দুল্লাহী ফার্মাজো রবিবার বলেছেন আন্তর্জাতিক শরীকদের সমর্থন সহ তিনি দেশের বিশেষ বাহিনীকে, সাকাঔ এর কাছে আল শাবাব প্রশিক্ষণ শিবিরে খুব ভোরে আক্রমণ চালানোর অনুমোদন দেন।
তিনি বলেন আক্রমণের ফলে আল শাবাবের অন্যতম গুরুত্বপূর্ণ কম্যান্ড ও সরবরাহ কেন্দ্র ধ্বংশ হয়ে যায়। তিনি বলেন “এর ফলে সোমালিয়ার অভ্যন্তরে নতুন আক্রমণ চালাতে শত্রু পক্ষের ক্ষমতা বিঘ্নিত হবে।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে যে তারা আক্রমণ অভিযানে অংশ নেয়। বলা হয়েছে আট জন আল শাবাব চরমপন্থী হামলায় নিহত হয়।