অ্যাকসেসিবিলিটি লিংক

মোগাদিশুতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে


Critically wounded people wait to be moved into a waiting Turkish plane to be airlifted for treatment in Turkey, in Mogadishu, Somalia, Oct, 16, 2017.

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। যারা প্রাণে বেচেছেন, উদ্ধারকর্মীরা এখনও তাদের খোঁজ করছেন। ইসলামপন্থী জঙ্গিদের ওই প্রচন্ড বিস্ফরণের জন্য দায়ী করা হচ্ছে।

মোগাদিশু অ্যামবুলেন্স পরিসেবার প্রধান ড: আব্দুল কাদের আ্যাডম ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বিস্ফোরণে ৩০২ জন নিহত হয়। শনিবার রাতে ওই বিস্ফোরণ ঘটে।

সরকারি সূত্রে বলা হয আহত ৪২৯ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আব্দুল কাদের মোহাম্মদ আব্দুলে সহ ৩০জনকে সোমবার চিকিৎসার জন্য তুরস্কে নিয়ে যাওয়া হয়।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সোমালী সরকার এবং সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন আল শাবাব ওই ঘটনার জন্য দায়ী।

হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ।

XS
SM
MD
LG