অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমিমাইন বিস্ফোরণে সোমালিয়ায় ৬জন নিহত


Thousands of Somalis gather to pray at the site of the country's deadliest attack and to mourn the hundreds of victims, at the site of the attack in Mogadishu, Somalia, Oct. 20, 2017.

রবিবার সোমালিয়ায় এক ভূমিমাইন বিস্ফোরণে ৬জন সোমালী বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মাত্র কয়েকদিন আগে সে দেশের সবচাইতে মারাত্মক আক্রমণে শত শত মানুষ নিহত হয়।

ভয়েস অফ আমেরিকার সোমালী বিভাগের কাছে নিম্ন শাবেল অঞ্চলের কর্মকর্তারা এইখবর নিশ্চিত করেছেন যে দুই মহিলা ও চার জন পুরুষ, নিহত হন যখন মোগাদিশুর ৩৫ কিলোমিটার উত্তরে দানিগা গ্রামে, হাতে তৈরি বোমার উপর দিয়ে একটি মিনিবাস যায়।

নিম্ন শাবেল অঞ্চলের সহকারি গভর্নর আলী নুর মোহাম্মদ বলেন যারা নিহত হন তারা ছিলেন বণিক এবং তারা ক্ষেতের শাকশব্জী নিয়ে আফগোয়ে থেকে বালাদ যাচ্ছিলেন।

ভূমিমাইন বিস্ফোরণের ঘটনায় বাসের সকলেই নিহত হন।

XS
SM
MD
LG