অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ার রাজধানীতে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত


FILE - Somali soldiers stand outside the Jazeera Hotel in Mogadishu, Somalia, Thursday, Jan. 2, 2014.
FILE - Somali soldiers stand outside the Jazeera Hotel in Mogadishu, Somalia, Thursday, Jan. 2, 2014.

রবিবার সোমালিয়ার রাজধানীতে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়। একটি হোটেল যেখানে চীনা ও মিশরীয় দূতাবাস অবস্থিত সেই হোটেলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয।

সোমালী চরমপন্থী গ্রুপ Al-Shabab বিস্ফোরণের দায় স্বীকার করেছে। মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হোটেল জাজিরাকে লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়। বিদেশি কূটনীতিকরা ছাড়াও সংসদের সদস্য এবং সাংবাদিকরা ওই হোটেলটি ব্যবহার করে থাকেন।

অ্যামবুলেন্স পরিষেবা ব্যবস্থা মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে। তারা বলেছে আরও ২০ জন আহত ব্যক্তিকে তারা হাসপাতালে নিয়ে গেছে। যারা হতাহত হয়েছে তারা কোন দেশের সে সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।

XS
SM
MD
LG