সোমালিয়ায় সোমবার ইসলামপন্থী আল সাবাব জঙ্গি সংগঠন দু'টি আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। সন্ত্রাসী দলটি জানিয়েছে, তাদের সদস্যরা সোমালিয়ার আধা স্বায়ত্ত শাসিত পুন্টল্যান্ড এলাকায় এক বন্দর ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে।
বন্দরটির মলিকানা হচ্ছে দুবাই-এর। ঐ হামলায় আরও ৩জন আহত হয়েছে। ফরাসী সংবাদ মাধ্যম এএফপি-কে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ দাহির জানিয়েছেন, বন্দুকধারীরা ডিপি ওয়ার্ল্ড-এর নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পল এন্থনী ফরমোসাকে গুলি করে হত্যা করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদেসুতে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে অন্তত ৯জন প্রাণ হারিয়েছে। পুলিশ কর্মকর্তা মোহম্মদ মোয়ালিন আলি জানিয়েছেন, নিরপরাধ মানুষকে হত্যা করার জন্যই একটি বিপণী কেন্দ্রের কাছে গাড়ী বোঝাই বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানো হয়।