অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সোমালিয়ার সামরিক ঘাঁটিগুলোতে আল শাবাবের হামলা


সোমালিয়ার কর্মকর্তারা বলছেন, দক্ষিনাঞ্চলীয় শাবালেতে সোমালিয়ার সামরিক বাহিনীর উপর জঙ্গি গোষ্ঠি আল শাবাব হামলা চালিয়েছে।

আজ শনিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে দক্ষিণ সোমালিয়ার বারিরে এবং আওদহেগল শহরের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। সম্মুখের তৎপর এই সব ঘাঁটিতে সোমালি সামরিক বাহিনী থাকে যাতে করে শাবেল নদীর উপর নির্মিত অনেকগুলো সেতু পাহারা দেওয়া যায় কারণ কর্তৃপক্ষ বলছে যে, এই সব সেতু দিয়ে গাড়িতে করে যাতে বিস্ফোরক দ্রব্য মোগাদিশুতে কেউ নিতে না পারে সে জন্যই এই পাহারার ব্যবস্থা।

স্থানীয় কর্মকর্তারা বলছেন এই আক্রমণ শুরু হয় দুটি ঘাঁটিতেই আত্মঘাতি বোমা হামলার মাধ্যমে এবং তারপর পদাতিক বাহিনীও আক্রমণ চালায়।

XS
SM
MD
LG