সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকা বাহিত জাহাজ, জাহান মণি ও ২৬ জন জিম্মি রোববার রাতে অথবা সোমবার সকালে মুক্তি পাচ্ছেন।
শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন যে জাহাজে জিম্মি ২৫ বাংলাদেশি নাবিক ও জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রী সুস্থ ও নিরাপদে আছেন। তিনি বলেন রোববার রাত অথবা সোমবার সকালে তাদের মুক্তি দেওয়া হবে বলে তিনি আশা করছেন।
চট্টগ্রামের ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের এই জাহাজটি গত ৫ই ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হয়। ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি জাহাজটি নোঙর করে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।