অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়া ও উগান্ডার যৌথবাহিনীর অভিযানে ১৮৯ জন আল শাবাব যোদ্ধা নিহত 


সোমালিয়ার কর্মকর্তারা জানান, সোমালিয়া ও উগান্ডার 'পিপলস ডিফেন্স ফোর্সেস' শনিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ১৮৯ জন আল শাবাব জঙ্গিদের হত্যা করেছে I

সোমালিয়ার লোয়ার সাবেলে প্রদেশের গভর্নর, আব্দুল কাদির মোহামেদ নূর সিদি, ভয়েস অব আমেরিকার সোমালি সার্ভিসেসকে, আফ্রিকি মিশনের নের্তৃত্বে উগান্ডা বাহিনী, হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে আল শাবাব জঙ্গিদের হত্যা করে I

উগান্ডা সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অভিযানে তারা জঙ্গিদের বড় মাপের সামরিক অস্ত্র সরঞ্জাম ধ্বংস করতে সমর্থ হয় I

XS
SM
MD
LG