অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবার সোমালিয়া হোটেলের হামলায় মৃতের সংখ্যা এখন ৩৩


Somalis walk near the wreckage after a suicide car bomb attack in the capital Mogadishu, Somalia, May 22, 2019.
Somalis walk near the wreckage after a suicide car bomb attack in the capital Mogadishu, Somalia, May 22, 2019.

সোমালিয়ায় কর্তৃপক্ষ বলেছে শুক্রবার বন্দর শহর কিসমায়ুর আসাসে হোটেলে এক হামলায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩এ।

জুবাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রেসিডেন্ট আহমেদ মোহামেদ ইসলান বলেছেন আহত হয়েছে ছাপ্পান্ন জন। তিনি বলেন নিহতদের মধ্যে আছেন দুজন সাংবাদিক, আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী, জাতিসংঘ সংস্থার এক কর্মী। নিহতদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া, ক্যানেডা ও তানজানিয়ার নাগরিকরাও।

কিসমায়ুতে নিরাপত্তা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেছেন অন্তত ৪ উগ্রবাদী যারা আক্রমণ চালিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে তারা নিহত হয়।জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।বন্দুকধারীদের হামলার সময় হোটেলের ভেতর বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতা ও রাজনীতিবিদরা আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছিলেন।

শুক্রবার আত্মঘাতী এক হামলাকারী প্রথমে হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়; এর পরপরই বন্দুকধারীরা ঝড়ের বেগে হোটেলটির ভেতর ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে।

XS
SM
MD
LG