সোল অভিযোগ করেছে যে জাপান উষ্কানিমুলক ভাবে খুবই স্বল্প উচ্চতায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজের উপর দিয়ে বিমান উড়িয়েছে। তবে জাপান সরকার ঐ অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়টি নিয়ে প্রায় ১মাসের উপরে উভয় পক্ষই প্রকাশ্যে একে-অপরের উপরে দোষারোপ করছে, ফলে দু'দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটছে।
সিহান বিশ্ববিদ্যালয়ের বিমান চলাচল বিভাগের প্রফেসার এবং নৌবাহিনীর সাবেক বিমান চালক সিম জায়ে ওক ভিওএ কে বলেন এই ধরণে ঘটনা কখনও কখনও ঘটে এবং এই প্রেক্ষিতে সরকারী পর্যায়ে দু’পক্ষই মৈত্রী সুলভ আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন।