অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকার শিশুরা চরম অপুষ্টির মুখে  


আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা করোনা সঙ্কটে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে I তাই আশংকা বাড়ছে সেখানে শিশুদের পুষ্টি সমস্যা নিয়ে I দক্ষিণ আফ্রিকায় শিশু-পুষ্টি বহুদিনের সমস্যা ; তবে দীর্ঘায়িত করোনা সঙ্কটের কারণে সরকারি বহু খাদ্য কর্মসূচি বন্ধ বা বিলম্বিত হওয়ায়, বাচ্চারা এখন চরম ঝুঁকির মুখে রয়েছে I

লক ডাউনের কারণে দক্ষিণ আফ্রিকার বিনা পয়সায় খাদ্য কর্মসূচি ব্যাহত হয়েছে, তাই ৯০ লক্ষ শিশু সেই কর্মসূচি থেকে অনেকটাই বঞ্চিত I

স্কুল বন্ধ থাকায় শিশুরা, স্কুলের খাদ্য সাহায্য থেকে যেমন বঞ্চিত হচ্ছে, আবার করোনা সঙ্কটে বহু পিতামাতা চাকুরী হারানোর জন্য তারা শিশুদের প্রয়োজনীয় আহার সামগ্রী কিনতে পারেন নি I

XS
SM
MD
LG