অ্যাকসেসিবিলিটি লিংক

আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করলেন দক্ষিণ আফ্রিকার নেতা 


রবিবার ১৮ই জুলাই, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামফোসা দাঙ্গা কবলিত সোয়েটো এলাকা সফর করেন
রবিবার ১৮ই জুলাই, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামফোসা দাঙ্গা কবলিত সোয়েটো এলাকা সফর করেন

দক্ষিণ আফ্রিকার নেতা, জোহানেসবার্গের সোয়েটো শহরের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শপিং এলাকা ঘুরে দেখেন, যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট জুমা'র কারাদণ্ডে সৃষ্ট দাঙ্গায়, বহু লোকের মৃত্যু হয়I প্রেসিডেন্ট সাইরিল রামফোসা সোয়েটো অঞ্চলের এন্ডফায়া মল এলাকা সফর করেন,যেখানে লুটতরাজে অন্তত ৭ জন মারা যানI

প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমা, আদালতের রায়ের অবমাননার কারণে ১৫ মাসের কারাদণ্ড শুরু করলে, গত মাসে দক্ষিণ আফ্রিকায় দাঙ্গা, লুটতরাজ শুরু হয়I তাঁর দায়িত্ব চলাকালীন ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে দুর্নীতি সম্পর্কিত এক তদন্তে তিনি আদালতে সাক্ষ্য দিতে অস্বীকার করেনI

তাঁর কারাদণ্ডের বিরুদ্ধে জনতার প্রতিবাদ, সহসাই সহিংসতা, লুটতরাজ আর দাঙ্গায়, রূপ নেয়I ১৯৯৪ সালে গণতান্ত্রিক শাসনে ফিরে আসার পর, এটি ছিল দেশের সবচাইতে মারাত্মক দাঙ্গার ঘটনাI

দক্ষিণ আফ্রিকার সবচাইতে জনবহুল শহরের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, যেখানে ট্রাকে অগ্নি সংযোগ করা হয়, কৌশলগত বহু মহাসড়ক বন্ধ করে দেয়া হয় এবং হাজার হাজার লুটতরাজকারী দেশটির প্রধান দুটি প্রদেশের শপিং মল ও শপিং সেন্টারে লুটতরাজ চালায়I

XS
SM
MD
LG