৭ সপ্তাহের লকডাউনে পড়লো জনবহুল দক্ষিণ আফ্রিকা, যেখানে দারিদ্র, বেকারিত্ব আর অসমতা এখন চরম পর্যায়েI শীর্ষ কর্মকর্তারা জানান, লকডাউন আর নিষেধাজ্ঞা সংক্রমণ বিস্তারে পরিবর্তন এনেছেI তবে সমালোচকেরা জানান দীর্ঘায়িত এসব নিষেধাজ্ঞার অবসান ঘটাতে হবেI সেখানে কারফিউ এবং সীমিত চলাচলের প্রভাব পড়েছে আর্থিক ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্যের ওপরI
বিরোধী ডেমোক্রেটিক এলায়েন্স'র প্রধান, জন স্টিনহাইসেন বলেছেন, আমরা এখন আর করোনা সঙ্কট মোকাবেলা করছি না, আমরা মোকাবেলা করছি লকডাউন সঙ্কট নিয়েI তিনি বলেন, সরকারের তরফে এতো শক্ত লকডাউন আরোপের আর যে কোনো যুক্তি থাকতে পারেনাI