বিশেষজ্ঞরা বলছেন বিতর্কিত দক্ষিণ চীন সাগর বিষয়ে ঐ এলাকায়, জাপান চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এর কারণ বেজিং এর প্রভাব বৃদ্ধিকে চ্যালেঞ্জে করার জন্য জাপান একটি টেকসই ও বহুমুখী পদক্ষেপ নিচ্ছে এবং তাদের বিশেষ কিছু কারণ ও রয়েছে।
২০১৭ সালে সাগর এলাকায় জাপান একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়ে থাকে। মে মাসে এক মহড়ায় ব্যবহৃত হয় ভারত ও ফিলিপিন্সের জুদ্ধজাহাজ।জাপানের নিজস্ব ইযুমো হেলিকপ্টার বহনকারী রণতরী রয়েছে যা তারা ২০১৭ সাল থেকে এই পর্যন্ত অন্তত চার বার সাগরে পাঠিয়েছে।