অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছরের কারাদণ্ড


দক্ষিণ কোরিয়ার আদালত সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হুকে ক্ষমতা অপব্যবহার এবং দুর্নীতির দায়ে ২৪ বছর কারাদণ্ড দিয়েছে। ঘুষ, চাঁদা আদায়, ক্ষমতা অপব্যবহারসহ আরও অভিযোগে অভিযুক্ত পার্ক মামলায় সোলের কেন্দ্রীয় ডিষ্ট্রিক কোর্টে রায়জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়।

আদালতের প্রধান বিচারক বলেন, এটা নিশ্চিত ছিল যে সাবেক প্রেসিডেন্ট যে দুর্নীতি করেছেন আর দায়িত্ব সম্পূর্ণ ভাবে তার ওপরেই বর্তায়। তবে দুঃখ জনক এই যে দেশের জনগণ তাকে যে ক্ষমতা দিয়েছিল প্রেসিডেন্ট তার অপব্যবহার করে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলের কারণ হয়ে দাঁড়ান। ২৪ বছরের সাজাসহ পার্কে ১কোটি ৬০লক্ষ ডলার জরিমানা দিতে হবে।

দক্ষিণ কোরিয়ার সাবেক নেতা চাইলে এক সপ্তাহের মধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।পার্ক অবশ্য নিজেকে নিরপরাধ এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে দাবী করেন।

XS
SM
MD
LG