অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া: সাইবার আক্রমণের চীন


দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন যে, যে সাইবার আক্রমণে সে দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্যাংক ও সংবাদ মাধ্যমের কমপিউটার বন্ধ হয়ে যায় তার সূত্রপাত হয় চীনে।

কোরিয়া কমিউনিকেশানস কমিশন বৃহস্পতিবার বলেছে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, যে কমপিউটার থেকে একটি ব্যাংকে হামলা হয় সেটির ইনটারনেট প্রোটোকল বা আইপি ঠিকানা চীনে।

কিন্তু কমিশন জোর দিয়ে বলেছে কে এই হামলার পেছনে ছিল তা নিশ্চিত করা যায়নি। তারা বলেছে আরেকটি দেশ থেকে হামলা চালিয়ে এটা দেখানো যেতে পারে যে চীন থেকে তা করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র কিম মিন সিউক এই ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া এটা করেছে। এর আগে সিউলের উপর চীনা ঠিকানার মাধ্যমে তারা সাইবার হামলা চালিয়েছে বলে মনে করা হয়।

তিনি বলেন যখন দেখা যাবে হামলাকারি ছিল উত্তর কোরিয়া তখন দক্ষিণ কোরিয়ার সরকার এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জবাব দেবে। তবে এই মুহুর্তে তা নিশ্চিত করা যায়নি।


দক্ষিণ কোরিয়ার ইওনহাপ সংবাদ সংস্থা অজ্ঞাত পরিচয়ের শীর্ষ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে সিউল সন্দেহ করছে উত্তর কোরিয়াই হামলা চালিয়েছে।
XS
SM
MD
LG