দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় যদিও পিয়ংইয়ং সম্প্রতি আগ্রাসী ঘোষণা করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট মুন যাই ইন যখন শীতকালীন অলিম্পিক্সে উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তখন ওই মন্তব্য করা হয়। উভয় পক্ষ এবিষয়ে একমত হয়, যে আন্ত কোরীয় সম্পর্ক এবং উত্তর কোরিয়া ও আমেরিকার সম্পর্ক একই ভাবে এগিয়ে যাওয়া উচিত।
এর আগে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যুদ্ধ ঘোষণার শামিল।
ওই বিবৃতিতে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি করেছে এবং উল্লেখ করা হয় যে ওয়াশিংটনের হুমকি মোকাবেলার জন্য পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র আছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার, উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় ধরণের নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। তিনি বলেন নিষেধাজ্ঞাও পিয়ংইয়ংকে না দমালে যুক্তরাষ্ট্র ‘ফেইজ টু’-র পথে হাঁটবে, যা ‘বিশ্বের জন্য খুব, খুব দুর্ভাগ্যজনক হবে’।