অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া: উত্তর হয়ত ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করবে


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Park Geun-Hye এর জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা কিম জাং সু বলেন বুধবারের আগে কিংবা পরে পরীক্ষামুলক উৎক্ষেপন কিংবা অন্য রকমের উস্কানীমূলক কর্মকান্ড হতে পারে কারণ উত্তর কোরিয়া ঐ সময়ের মধ্যে কুটনীতিকদের পিয়ংইয়ং ত্যাগ করতে বলেছে।

তিনি বলেন যে উত্তর কোরিয়ার আসল উদ্দেশ্য হচ্ছে ওয়াশিংটন এবং সোওলের কাছ থেকে জোর করে কিছূ কুটনৈতিক ছাড় আদায় করে নেওয়া কিন্তু সেই সঙ্গে এ ও বলেন যে এটি উত্তর কোরিয়ার হুমকিই হোক কিংবা কেবল বাগাড়ম্বর , দক্ষিণ কোরিয়া তার সামরিক প্রস্তুতি বজায় রেখেছে।

এ দিকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা , উত্তরের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে , যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফষ অফ স্টাফ এর চেয়ারম্যানের সঙ্গে ওয়াশিংটনে তাদের একটি নির্ধারিত বৈঠক স্থগিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর General Martin Dempsey এর ১৬ই এপ্রিল বার্ষিক মিলিটারী কমিটির সভায় , সোওল এ তার সহপক্ষ General Jung Seung-jo ‘র সঙ্গে বেঠক করার কথা ছিল। কিন্তু দক্ষিণ কোরিয়ার জয়েনট চীফস অফ স্টাফ এর একজন মুখপাত্র আজ বলেছেন যে তারা আশং্কা করছে যে জেনারল জুং বিদেশে থাকার সময়ে উত্তর কোরিয়া সামরিক উস্কানী শুরু করবে।
XS
SM
MD
LG