অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা


টেলিভিশনে প্রধানমন্ত্রী চাং হন-ওয়ন
টেলিভিশনে প্রধানমন্ত্রী চাং হন-ওয়ন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেণ্ট পার্ক হিউং গুইনের কার্যালয় বলছে, তিনি তাঁর প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করবেন। অবশ্য সেওল ফেরি বিপর্যয় নিয়ন্ত্রণে আসার আগে নয়।

প্রধানমন্ত্রী, চাং হন-ওয়ন, রোববার দিনের শুরুতে তাঁর পদত্যাগের ঘোষণা দেন। এপ্রিলের ১৬ তারিখের ফেরি বিপর্যয় পরবর্তী তার সরকারের প্রতিক্রিয়া নিয়ে জন অসন্তোষের প্রেক্ষিতে তাঁর ঐ সিদ্ধান্ত। ফেরিডুবিতে ৩০০রও বেশি মানুষ প্রাণ হারায়। যাদের বেশিরভাগই ছিল হাইস্কুলের ছাত্র।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী একটি আলংকারিক পদ। মূল ক্ষমতা প্রেসিডেণ্টের হাতেই।

মিঃ চাং, টেলিভিশনে প্রচারিত ভাষণের মাধ্যমে তাঁর পদত্যাগের কথা জানান। এসময় তাঁকে শোকার্ত দেখাচ্ছিল। এই ভাষণে তিনি বলেন, তার পদের বোঝা এখন এই প্রশাসনের জন্যে বেশ ভারী।

এই বিপর্যয়, দক্ষিণ কোরিয়ার মানুষকে হতবাক করেছে, করেছে ক্ষুব্ধ। কারণ, ফেরির কর্মীরা অসহায় যাত্রীদের সাহায্য না করে ফেরি ত্যাগ করে।

প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগের ঘোষণায় বলেছেন, তিনি আরও আগেই পদত্যাগ করতেন, কিন্তু তিনি উদ্ধার ততপরতাকে প্রাধান্য দিয়েছেন। এবং কার্যালয় ত্যাগ করার আগে এই ততপরতায় সাহায্য করতে চেয়েছেন।
XS
SM
MD
LG