অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতারা ওয়াশিংটনে বৈঠক করবেন


উত্তর কোরিয়ার ক্রমবর্ধিত পারমানবিক হুমকীর বিষয়ে আলোচনার জন্য, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতারা যখন ওয়াশিংটনে বৈঠকে বসবেন, তখন অধিকাংশ আলোচনাই হবে চীনকে নিয়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে, এ সপ্তাহে পারমানবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনের সময়, বৈঠকের বাইরে তৃপাক্ষিক আলোচনা করবেন।

জানুয়ারী মাসে উত্তর কোরিয়া চতুর্থবার পারমানবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পর এই তিন নেতা প্রথম বারের মতো মিলিত হবেন।

উত্তর কোরিয়া যাতে পারমানবিক অস্ত্র পরিত্যাগ করে, তার জন্য চাপ প্রয়োগের লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে, ওয়াশিংটনও তার এশিয় মিত্ররা দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বেজিং এর প্রতিশ্রুতি কতোটা সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে।

XS
SM
MD
LG