অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে দিল তার নিজের দল


ফাইল ফটো : রিয়েক মাচার
(এএফপি)
ফাইল ফটো : রিয়েক মাচার (এএফপি)

দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে তাঁর নিজ দলের প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে উত্খাত করা হয়েছে বলে তাঁর প্রতিপক্ষরা বলছেন । তারা বিদ্রোহী থেকে রূপান্তরিত এই রাজনীতিককে এই বলে অভিযুক্ত করেছেন যে তিনি আর তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করেন না।

দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে তাঁর নিজ দলের প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে উত্খাত করা হয়েছে বলে তাঁর প্রতিপক্ষরা বলছেন । তারা বিদ্রোহী থেকে রূপান্তরিত এই রাজনীতিককে এই বলে অভিযুক্ত করেছেন যে তিনি আর তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করেন না।

রক্তাক্ত পথে দক্ষিণ সুদানের স্বাধীনতা এবং পরবর্তীতে গৃহযুদ্ধের সময়কার প্রধান ব্যক্তি মাচারকে ক্ষমতাচ্যূত করা হয়েছে বলে দলটির সামরিক শাখা জানিয়েছে্।তিন দিন ধরে দেশের সুদূর উত্তরাঞ্চলে SPLM/A-IO শীর্ষ নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটির চিফ অফ স্টাফ , ফার্স্ট লিউট্যানেন্ট জেনারেল সাইমন গটওয়েক ডুয়ালকে বিরোধী আন্দোলনের অন্তর্বর্তী নেতা হিসেবে ঘোষণা করা হয় । এই বিরোধী আন্দোলনই সাবেক বৈরীপক্ষের সঙ্গে ভঙ্গুর জোট গঠন করেছে।

সামরিক শাখা বলছে মাচার নেতৃত্ব প্রদানে “সম্পুর্ণ ব্যর্থ হয়েছেন এবং যুদ্ধোত্তর জোট সরকারে দলের অবস্থানকে দূর্বল করেছেন। ৩রা আগস্ট SPLM/A-IO ‘এর সামরিক নেতাদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে মাচার কয়েক বছর ধরে,” বিভাজন করো এবং শাসন করো নীতি” অনুসরণ করেছেন এবং একতার পরিবর্তে স্বজনপ্রিয়তাকে প্রাধান্য দিয়েছেন। আর সেই কারণেই এই বৈঠক এই সিদ্ধান্তে পৌঁছুনো ছাড়া আর কোন বিকল্প দেখছে না যে ড রিয়েক মাচার টেনি ধুর্গনকে SPLM/A-IO’ এর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হোক।

(এএফপি)

XS
SM
MD
LG