দেশান্তরী অভিবাসী ভর্তি একটি জাহাজ শুক্রবার সকালে স্পেনে নোঙ্গর করেছে। প্রধানত আফ্রিকার নাগরিক ভর্তি ঐ জাহাজটি মালটা এবং ইটালিসহ ইউরোপের অন্যান্য দেশের ঢোকার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবশেষ স্পেন তাদের অনুমতি দেয়।
ডিসেম্বর মাসের ২১ তারিখে লিবিয়া উপকূল থেকে ওপেন আর্মস জাহাজটি অভিবাসীদের উদ্ধার করে। ঐ জাহাজটি স্প্যানিশ একটি দাতব্য প্রতিষ্ঠানের। ৩১০ অভিবাসী শুক্রবার জাহাজ ত্যাগ করার অনুমতি পায়। লাল রঙের কম্বল মুড়ি দিয়ে অভিবাসীরা জাহাজ থেকে নেমে আসে এবং রেডক্রস তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
অন্যান্য এজজিও ৩১০জন দেশান্তরি অভিবাসীর জন্য সমুদ্র বন্দরেই সাদা তাঁবুর ব্যবস্থা করেছে।