এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান লড়েছে। এটি এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচে টসে জিতে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রশিদের ঝড়ো ফিফটি ও গুলবদিন নাইবের সঙ্গে জুটি তাদেরকে নিয়ে যায় ২৫৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
উল্লেখ্য বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন ছিল। ওয়ান ডে'তে অভিষেক হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি পেসার আবু হায়দারের। ২০১৫ সালের পর মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন।
আর এরা খেলছেন চোটের জন্য বাংলাদেশে ফিরে যাওয়া তামিম ইকবাল, বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে।
চলুন সংক্ষেপে জেনে নেই স্কোর:
ফল: আফগানিস্তান ১৩৬ রানে জয়ী