অ্যাকসেসিবিলিটি লিংক

খেলার খবর- রোকেয়া হায়দার


রবিবার আমেরিকার শহর নগরে ঘরে ঘরে ছিল আনন্দ কোলাহল। কেন? যুক্তরাষ্ট্রের অতি প্রিয় ফুটবল খেলার চূড়ান্ত হারজিতের প্রতিযোগিতা। আরিজোনা রাজ্যের ফিনিক্স স্টেডিয়ামে ৪৯তম সুপারবোল ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, শিরোপা জয় করলো নিউ ইংল্যাণ্ড প্যাট্রিয়াটসের কোয়ার্টার ব্যাক টম ব্র্যাডির দল হারিযে দিল সিয়াটল সীহকসকে ২৮-২৪এ। ১৪ বছরে এ ছিল তাদের ৪র্থ শিরোপা জয়। খেলার সেরা খেলোয়াড় হলেন হ্যাঁ, টম ব্র্যাডি, টম ৩য়বারের মত সেরা খেলোয়াড়ের খেতাব পেলেন। তিনি জাতীয় ফুটবল লীগে এই নিয়ে তার দলের জন্য ৪র্থবারের শিরোপা জয়ের খেলায় ৭২ গজের দূরত্বে টাচডাউনের অপূর্ব এক শিহরণ জাগানো মূহুর্ত সৃষ্টি করেন। টম আর এক সুপার বোল তারকা জো মন্টানার রেকর্ড ছাড়িযে গেলেন। টিকিটের দাম ছিল ৮শো ডলার থেকে ১৯শো ডলার কিন্তু দর্শক-ভক্তরা তার দ্বিগুন দামে খেলা দেখেছেন। সুপার বোল বলে কথা!

আর সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস হার্ডকোর্টের খেলা অস্ট্রেলিয়ান ওপেনে একক শিরোপা জিতেছেন মহিলাদের কোর্টে সেরিনা উইলিয়ামস রাশিয়ার মারিয়া শারাপোভাকে সরাসরি দুটি সেটে হারিয়ে। এ ছিল সেরিনার ৬ষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয় অর্থাত্ সবচাইতে বেশী জয়ের রেকর্ড। আর পুরুষদের কোর্টেও এই নিয়ে পাঁচবার শিরোপা জিতে নতুন রেকর্ড করলেন সার্বিয়ার নোভাক ইওকোভিচ, হারিযে দিলেন জোর প্রতিদ্বন্দ্বি বৃটেনের অলিম্পিক টেনিস জয়ী তারকা এ্যান্ডি মারেকে চারটি সেটের খেলায়।

এই ছিল খেলার খবর।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:41 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG