অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলংকার সন্ত্রাসী হামলার বিষয়ে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছান ঠিক হবে না


SriLanka map
SriLanka map

বিশ্লেষকরা বলেছেন শ্রী লংকার রাজধানী কলম্বো এবং এর বাইরে চার্চ এবং হোটেলে যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে তার বিশালত্ব এবং এর ফলে যে শত শত মানুষ হতাহত হয়েছেন তার চুলচেরা তদন্ত করেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে অন্ধকারে ঢিল ছোড়া উচিত হবে না বলে মন্তব্য করে তাঁরা বলেছেন এ মর্মান্তিক ঘটনার দায় দায়িত্ব কোন সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী স্বীকার করে নাই। তবে বিশ্লেষকরা বলেছেন শ্রী লংকা সরকার দুইটি ছোট ইসলামি সংগঠনকে এ ঘটনার জন্য দায়ী বলে সন্দেহ প্রকাশ করেছেন এবং সরকারের কেউ কেউ এ ঘটনাকে নিউ জিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ হিসেবেও আখ্যায়িত করেছেন। বিশ্লেষকরা আশংকা প্রকাশ করেছেন ধরনের বক্তব্য শুধু শ্রী লংকাতেই নয় সমগ্র বিশ্বে ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে পারে। তাঁরা বলছেন বৈশ্বিক সন্ত্রাসের এ যুগে শ্রী লংকার সরকারের কাছে হামলার বিষয়ে আগাম খবর থকা সত্ত্বেও কোন ব্যবস্থা তারা নেয় নাই যার ফলে সন্ত্রাসীরা এ বিশাল হামালা চালাতে সক্ষম হয়েছে।

বিষয়টি নিয়ে ভয়েস অব অ্যামেরিকার সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।ইমতিয়াজ আহমেদ বলেন ঘটনার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় সকলকে শান্তিপূর্ণ ভাবে কাজ করতে হবে । তবেই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG