অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কার বোমা হামলা তাদেরই কাজ দাবি করেছে আই এস গোষ্ঠি


Srl Lanka Church Blasts
Srl Lanka Church Blasts

ইসলামিক স্টেইট- আই এস গোষ্ঠি, কোনো প্রমানাদি পেশ ব্যতিরেকেই আজ মঙ্গলবার ব’লেছে, শ্রীলংকায় সংঘটিত অনেক ক’টি যে বিস্ফোরণে রবিবার ইস্টার পালনের দিনে তিন শতাধিক মানুষ নিহত হয়- শত শত জন জখম হয়, সেটা তাদেরই কাজ ।জঙ্গী গোষ্ঠীর আমাক বার্তা সংস্থা মারফত এ দাবি প্রচার ক’রেছে তারা ।

আজ মঙ্গলবারেই শ্রীলংকার প্রতিরক্ষা দফতরের স্টেইট মন্ত্রী সংসদে বলেন- ঐ যারা বোমা হামলা চালায় , তারা- গেলো মাসে নিউযিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংঘটিত হামলার বদলা নিতেই এই বোমা হামলা চালিয়েছে ।

প্রাথমিক তদন্তে এ উপসংহারে কিভাবে উপনিত হওয়া গিয়েছে, ঐ মন্ত্রী রূয়ান য়িজেওয়ার্দানে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি ।

পুলিশের জনৈক মূখপাত্র আজ মঙ্গলবার ব’লেছেন –ব্যাপক ঐ নিধনযজ্ঞে সংশ্লিষ্টতার সন্দেহে ৪০ জনকে আটক করা হয়েছে । দ্বীপ দেশ শ্রীলংকার গৃহযুদ্ধ শেষ হয়েছিলো দু’ হাজার ন’ সালে – এবং তার পর থেকে নিয়ে এ অবধি এটাই ওখানকার সবচেয়ে প্রাণঘাতি সহিংস ঘটনা । এখন এ সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা চ’ড়ে দাঁড়িয়েছে তিন শ’ দশে – জানিয়েছেন ঐ মুখপাত্র। সরকার ব’লছে –বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে এদের কোনো যোগসাজশ ছিলো কিনা সেটা এখন খতিয়ে দেখা হ’চ্ছে। প্রধানমন্ত্রী রাণীল য়িক্রেমেসিংহে অবশ্য ইতিমধ্যেই নিশ্চিত ক’রে জানিয়েছেন – বিদেশি একটি গোয়েন্দা সংস্থার তরফ থেকে দেশটি আগাম হূঁশিয়ারী সঙ্কেত পেয়েছিলোই । যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা সোমবার জানান – শ্রীলংকার হামলাকারীরা হয়তোবা ইসলামিক স্টেইটের কাছে থেকে প্ররোচিত হয়ে থাকতে পারে- তবে, এ ব্যাপারে এখনো অব্দি স্থির কোনা সিদ্ধান্ত হয়নি ব’লেও হূঁশিয়ার করে দেওয়া হয় ।

XS
SM
MD
LG