অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লু ইকোনমি’র বাংলাদেশের প্রস্তাবকে পূর্ণ সমর্থন শ্রীলংকার প্রধানমন্ত্রীর


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী রাজাপাকসা বলেন, প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে বৃহত্তর অর্থনৈতিক, অগ্রগতি, উন্নয়ন এবং সমৃদ্ধির যাত্রায় বাংলাদেশের পাশে শ্রীলংকা একসাথে সবসময় আছে এবং থাকবে।
তিনি ’ব্লু ইকোনমি’র মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।


অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের ওপর গভীর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর একটি ভিডিও বার্তাও দেখানো হয়।
শ্রীলংকার প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। শনিবার বাংলাদেশ ও শ্রীলংকার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

XS
SM
MD
LG