অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলংকায় চীনের কৌশলগত নৌ-বন্দর নির্মাণের প্রস্তাব


চীন কর্তৃক শ্রীলংকার হাম্বানটোটায় কৌশলগত বন্দর নির্মাণের জবাবে ভারতও, শ্রীলংকার ত্রিনকোমালি বন্দরে বিনিয়োগ ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে I ভৌগোলিক কারণে লাভজনক, চীনের প্রস্তাবিত বন্দর নির্মাণ, বহু শিপিং লাইনস'র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ I বেইজিং'র এই নৌ প্রভাব নুতন দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে I

নুতন দিল্লিতে ভারত ও শ্রীলংকা অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে এক MOU চুক্তিতে স্বাক্ষর দান করে,যার লক্ষ্য বর্ধিত হারে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি I

XS
SM
MD
LG