অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা প্রত্যাহার 


প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন এবং দেয়াল নির্মাণ বাবদ, আরো কেন্দ্রীয় অর্থ সাহায্য হস্তান্তর বন্ধের নির্দেশ দিয়েছেনI হাউস স্পিকার ন্যান্সি পেলোসি'র কাছে লিখিত চিঠিতে, বাইডেন জানান, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প. ২০১৯ সালের ফেব্রূয়ারিতে যে অযৌক্তিক জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, তা তিনি বাতিল করে দিচ্ছেনI

প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেন, কোনো আমেরিকান জনগণের করদাতা অর্থ, সীমান্তের দেয়াল নির্মাণে হস্তান্তর করা যাবে না I প্রাক্তন প্রশাসনে প্রস্তাবিত, ১.১৯২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত-দেয়ালের মধ্যে, ৭২৪ কিলোমিটার উঁচু লোহার দেয়াল ইতিমধ্যেই নির্মিত হয়েছেI

XS
SM
MD
LG