অ্যাকসেসিবিলিটি লিংক

স্পষ্টভাষী রাজনীতিক কোনো জাপানের নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন


যৌথ সম্মেলনের আগে ক্ষমতাসীন পার্টির প্রার্থীরা টোকিওর পার্টি সদর দপ্তরে, ১৭ই সেপ্টেম্বর, ২০২১ , ছবি, কিমিমাসা মায়ামা/এপি
যৌথ সম্মেলনের আগে ক্ষমতাসীন পার্টির প্রার্থীরা টোকিওর পার্টি সদর দপ্তরে, ১৭ই সেপ্টেম্বর, ২০২১ , ছবি, কিমিমাসা মায়ামা/এপি


শুক্রবার, জাপানে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিযোগিতা শুরু হয়েছে এবং জাপানের বর্ষীয়ান রাজনীতিক তারো কোনো দৃশ্যত, জনমত জরিপ অনুযায়ী, দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেনI

খোলাখুলি কথা বলতে পটু এবং সামাজিক মাধ্যমে পারদর্শী টিকা কর্মসূচি বিষয়ক এই মন্ত্রী, অন্যান্য তিনজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন যারা ফিরতি দফা ভোট গ্রহণে বাধ্য করতে পারেন যা হতে পারে আরো অনিশ্চিত I

এর আগে এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী ইয়োশহিদে সুগা, তাঁর এক বছর কালের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। তাঁর এই মেয়াদকাল ছিল, করোনা ভাইরাস আয়ত্তে আনতে সরকারের ব্যর্থতা সম্বলিত জনগণের হতাশাপূর্ণ সময়।

সুগা'র পদত্যাগ জাপানে সেই প্রায় বহু দশকের পুনঃ পুনঃ প্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনাকে আবারোও জাগিয়ে তুলেছেI তবে যা একেবারেই নিশ্চিত, তা হলো ক্ষমতাসীন লিবারেল ডেমক্রেটিক পার্টি বা LDP থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেনI

এই রক্ষণশীল দলটি, যারা বহু দশক ধরে জাপানের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে রয়েছে, সেই LDP দল সংসদের নিম্ন কক্ষে যাদের রয়েছে সংখ্যাগরিষ্ঠতা তাদের আসন্ন নেতৃত্ব নির্বাচন কার্যত পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে সহায়ক হবেI প্রথম দফা নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে ২৯শে সেপ্টেম্বরI আগেকার বছরের নেতৃত্ব নির্বাচনের মত না হয়ে এ বছর এই নির্বাচনী প্রক্রিয়ায় LDP’র আইন প্রণেতারা এবং দলের সাধারণ সদস্যরাও সম্পৃক্ত থাকবেন ।

যদিও বেশির ভাগ জনমত জরিপে কোনো এগিয়ে থাকলেও, এই প্রতিদ্বন্দ্বিতায় অপ্রত্যাশিত কিছু ঘটনাও লক্ষ্য করা গিয়েছেI যেমন LDP’র একজন প্রভাশালী রাজনীতিক, শিগেরু ইশিবা, যাকে ভাবা হয়েছিল যে তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এ সপ্তাহে জানিয়েছেন যে তিনি বরঞ্চ কোনোকেই অনুমোদন দেবেনI

এর ফলে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদাই, কোনো'র একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে ।দুজন নারীও প্রথমবারের মত প্রধানমন্ত্রী হওয়ার প্রয়াস চালাবেনI

XS
SM
MD
LG