বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষংছড়ি ও তামব্রু এলাকার নোম্যান্সল্যান্ডে গত সেপ্টেম্বর থেকে সাড়ে ৪ হাজার রোহিঙ্গা আশ্রয় প্রার্থী আটকা পড়ে আছেন। প্রথমে এই সংখ্যা ৬ হাজার থাকলেও দেড় হাজার জনের মতো আগেই বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন। নোম্যান্সল্যান্ডের মিয়ানমার অংশে আটকে পড়াদের একজন আখতার আলম ৫ জনের পরিবারসহ মিয়ানমারে প্রত্যাবাসিত হয়েছেন বলে মিয়ানমার দাবি করলেও, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মিয়ানমারের ওই দাবিকে ঢাহা-মিথ্যা ও নিছক প্রচার-প্রচারণা বলে আখ্যায়িত করেছে।
সীমান্তে নোম্যান্সল্যান্ডে আটকে পড়া সাড়ে ৪ হাজার রোহিঙ্গাদের পরিস্থিতি, ওই আটকে পড়াদের একজন আখতার আলমের মিয়ানমার গমন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কক্সবাজার থেকে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ সরকারের রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
ওদিকে, ঢাকায় বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার যে জটিল-কুটিল পথ-পদ্ধতি গ্রহণ করছে তাতে মূল সংকটের তো কোনও সমাধান হবেই না-বরং সংকট দিনে দিনে আরও বাড়বে। আর এতে শেষ পর্যন্ত মিয়ানমারের আসল উদ্দেশ্যটিই প্রকাশিত হতে থাকবে।
ঢাকা সংবাদদাতা আমীর খসরুর বিস্তারিত রিপোর্টটি শোনার জন্য অডিওতে চাপ দিন।