অ্যাকসেসিবিলিটি লিংক

টোকিও থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে ভুমিকম্প


আজ শনিবার টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি শক্তিশালী ভুমিকম্প হয়েছে। বিজ্ঞানিরা বলছেন যে সুনামির কোন আশঙ্কা নেই কারণ এই ভুকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ভূমি থেকে অন্তত ৬০০ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ বিভাগ বলছে এই ভূমিকম্প ছিল ৭.৮ মাত্রার , প্রায় সে রকমই শক্তিশালী যা গত মাসে নেপালে আঘাত হেনে প্রায় ন হাজার লোকের মৃত্যুর কারণ হয়েছিল। তবে আজকের এই কম্পনে জনবহুল এলাকায় ঝুকি অনেক কম ছিল যদিও টোকিওতে এই কম্পন অনুভব করা গেছে , স্থানীয় সময়ে রাত ৮ টা ২৫ মিনিটে সেখানকার ভবনগুলো দুলে ওঠে।

XS
SM
MD
LG