অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সেনা অভিযানের ঘোষনা দিলেন বারাক ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সেনা অভিযান পরিচালনা করবে।

শনিবার হোয়াইট হাউজে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিষ্টার ওবামা বলেন এই অভিযান হবে সীমিত আকারে এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ার মাটিতে অবস্থান করবেন না। তিনি বলেন এই অভিযান হবে সীমিত কলেবরে।

তিনি বলেন সেনা অভিযানের তার এই পরিকল্পনা কংগ্রেসে অনুমোদন না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালিত হচ্ছে না।

তিনি বলেন রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে সহিংস হত্যাযজ্ঞ শুধু তদন্ত করেই মেষহবে না, কঠোরভাবে এর মোকাবেলা করা হবে।

তিনি বলেন, “দামেস্কে যা ঘটেছে তা না দেখে যুক্তরাষ্ট্র চোখ বুঁজে থাকতে পারে না এবং অবশ্যই থাকবেও না”।

“কিছু বিষয় দলীয় মত পার্থক্যের চেয়ে বেশী গুরুত্বপূর্ন”, এমন মন্তব্য করে প্রেসিডেন্ট ওবামা কংগ্রেস সদস্যদের প্রতি সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের বিষয়টি বিবেচনার আহবান জানান।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ওবামার ভাষণের সময় হোয়াইট হাউজের বাইরে সিরিয়ায় সেনা অভিযানের বিরোধীতা করে জড়ো হন বেশ কিছু মানুষ।

এদিকে জাতিসংঘ তদন্ত দল সিরিয়ায় রাসায়নিক হামলার নমুনা সংগ্রহ করে ফিরে এসেছেন। জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসিরকি জানান রোববার ঐ দলটি মহাসচিব বান কি মুনের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

সিরিয়া সরকার কোনপ্রকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
XS
SM
MD
LG