বাংলাদেশের ঢাকার রাস্তায় আক্রান্ত হলেন শিক্ষার্থীরা। অন্তত তিনটি স্পটে তাদের ওপর হামলা হয়েছে। পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসব হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। আটক করা হয়েছে কয়েকজনকে। পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলেও গণপরিবহনের সংখ্যা ছিলো কম। এরই মধ্যে দিনের সবচেয়ে বড় সংঘাতের ঘটনাটি ঘটে আফতাব নগরে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিলে একদল যুবক লাঠি হাতে তাদের ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী। রাস্তায় স্কুলের পোশাক পরিহিত কয়েকজনকে পেটায় তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর করে।
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নেন। তারা বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটক পেরিয়ে বাইরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। দীর্ঘসময় ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
ঢাকার বাইরে কয়েকটি স্থানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেয়। চট্টগ্রামে পুলিশ অন্তত ছয় জন আন্দোলনকারীকে আটক করেছে। বাধা দেয়া হয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা অভিমুখী কর্মসূচিতে। উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার শহিদুল আলমকে। তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূস সংবাদ মাধ্যমে পাঠানো এক নিবন্ধে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, এরা কারা? এরা কোন গ্রহের সন্তান। এরা কি আমাদের মেরুদন্ডহীন অস্তিত্বের পরিবেশে জন্ম নেয়া নতুন প্রজন্ম? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, কিসের গনতন্ত্র, দেশে আছে গুন্ডাতন্ত্র।
ওদিকে ছাত্র আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে বিএনপি'র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা হয়েছে।