অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ মিছিল


যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক আক্রমণের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগের দাবিতে আজ রাজধানী ওয়াশিংটন ডিসিতে March For Our Lives বিক্ষোভে হাজার হাজার লোক সমবেত হয়েছেন।

ফ্লোরিডার পার্কল্যান্ডে Marjory Stoneman Douglas High School ‘এর ছাত্রছাত্রীরা এই বিক্ষোভের আয়োজন করে। সেখানে ১৪ই ফেব্রুয়ারি গুলি করে ১৭ জনকে হত্যা করা হয়। রাজধানীর মূল সমাবেশে মনে করা হচ্ছে প্রায় ৫ লক্ষ্য লোক সমবেত হয়েছেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এবং বিশ্বব্যাপী এ ধরণের সমাবেশ হয়েছে। আয়োজক ছাত্রছাত্রীরা দাবি করছে যে শিশু এবং ছেলেমেয়েদের জীবন যেন এ দেশে অগ্রাধিকার লাভ করে। তারা আরো দাবি করেছে যে স্কুলে এই গোলাগুলির মহামারির যেন পরিসমাপ্তি ঘটে।

আমেরিকানরা সাধারণত বন্দুক বহনের অধিকার ত্যাগ করতে রাজি নন এবং এ বিষয়ে খুব কম পরিবর্তন সাধন করা হয়েছে। তবে নতুন একটি জরিপে দেখা যাচ্ছে যে এ ব্যাপারে মনোভাবে ধীরে ধীরে পরিবর্তন আসছে।

XS
SM
MD
LG