অ্যাকসেসিবিলিটি লিংক

আওন সান সূ চি ’র বিরূদ্ধে দূর্নীতির নতুন অভিযোগ


মিয়ান্মার থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানকার কর্তৃপক্ষ, ক্ষমতাচ্যূত অসামরিক নেত্রী আওন সান সূ চি ‘র বিরুদ্ধে নতুন করে দূর্নীতির অভিযোগ এনেছে। রাষ্ট্রপরিচালিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ান্মার পত্রিকাটি আজ বৃহস্পতিবার জানিয়েছে, দূর্নীতি দমন কমিশন এ ব্যাপারে প্রমাণ প্রকাশ করেছে যে, ৭৫ বছর বয়সী সূ চি’ তাঁর পদমর্যাদা ব্যবহার করে দূর্নীতি করেছেন যা আগেকার অভিযোগের সঙ্গে সম্পৃক্ত, যে তিনি অবৈধ ভাবে ৬ লক্ষ ডলার নগদ অর্থ এবং স্বর্ণ গ্রহণ করেছেন। আর তার সঙ্গে রয়েছে তাঁর দাতব্য প্রতিষ্ঠানের জমির অপব্যবহার।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে, সেখানকার দূর্নীতি দমন আইনের ৫৫ ধারা অনুয়ায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাঁর সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড হয়ে যেতে পারে। তবে সূচি’র উকিল খিং মং জ’ ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগের কাছে দেওয়া তাঁর বক্তব্যে এ সব অভিযোগ নাকচ করে দেন, বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

XS
SM
MD
LG