অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের নির্বাচন কমিশন প্রধান সূচি'র দলকে ভেঙে দিতে পারেন 


সামরিক বাহিনীর মনোনয়নপ্রাপ্ত বার্মার নির্বাচন কমিশনের প্রধান, শুক্রবার বলেছেন নির্বাচনে কথিত জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতা এবং নেতাদের বিশ্বাসঘাতকতার কারণে তাঁর কমিশন অন সান সূচি'র প্রাক্তন ক্ষমতাসীন দলটিকে ভেঙে দিতে পারেI

সূচি'র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ২০১৫ বিপুল ভোট জয়লাভ করে ক্ষমতায় আসে, তবে তাঁর চাইতেও বেশি সংখ্যাগরিষ্টতা পায় গত নভেম্বরের নির্বাচনেI নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের সময় ফেব্রুয়ারী মাসে সামরিক বাহিনী অভ্যুথানের মাধ্যমেক্ষমতা গ্রহণ করেI নেত্রী সুচিকে গ্রেফতার ও গৃহবন্দী করা হয়I তাঁর দলের নেতা, ও অন্যান্য কর্মকর্তাদের আটক করা হয়I শুরু হয় বার্মায় দমন ও নির্যাতনের এক অধ্যায়I

XS
SM
MD
LG