অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে অভ্যুথানের চেষ্টাব্যর্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে- সামরিক বাহিনী 


সুদান টিভিতে তথ্য মন্ত্রী হামজা বালূল ব্যর্থ অভ্যুথানের ঘোষণা দিচ্ছেন, ২১শে সেপ্টেম্বর, ২০২১/ফটো, সুদান টিভি /এএফপি
সুদান টিভিতে তথ্য মন্ত্রী হামজা বালূল ব্যর্থ অভ্যুথানের ঘোষণা দিচ্ছেন, ২১শে সেপ্টেম্বর, ২০২১/ফটো, সুদান টিভি /এএফপি

সেনাবাহিনী মঙ্গলবার জানায় সুদানের কর্তৃপক্ষ সামরিক অভ্যুথানের একটি চেষ্টা ব্যর্থ করেছে I সেই সঙ্গে ২০১৯ সালে ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে ক্ষমতায় থাকা অসামরিক ও সামরিক কাউন্সিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ প্রতিহত করা সম্ভব হয়I

ক্ষমতাসীন কাউন্সিলের একজন অসামরিক সদস্য রয়টার্সকে জানান, রাত্রিকালীন অভ্যুথানের প্রয়াস প্রতিহত করার পর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছেI কাউন্সিলের সদস্য ও মুখপাত্র মোহামেদ আল ফাকী সুলেইমান বলেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হতে চলেছে।

বশিরের অপসারণের পর, সভেরেইন কাউন্সিল বা সার্বভৌম কাউন্সিল সামরিক ও অসামরিক লোকজনদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি বিষয়ক ভঙ্গুর চুক্তির মাধ্যমে সুদানের শাসন পরিচালনা করেছে I ২০২৪ সালে কাউন্সিলের অবাধ নির্বাচন করার কথা রয়েছেI

সভেরেইন কাউন্সিলের বিভাগীয় প্রধান, জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহানের মিডিয়া বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SUNA কে জানান, “সামরিক বাহিনী অভ্যুথানের প্রচেষ্টা ব্যর্থ করেছে এবং পরিস্থিতি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে”I

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র জানায়, অভ্যুথানের সময় রাজধানী খার্তুমের কাছে নীল নদের পারে অবস্থিত রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও স্টেশন, "ওমদুরমান" দখল নেয়ার চেষ্টা করা হয়।

সূত্রটি জানায় অভ্যূথানে জড়িত অল্প সংখ্যক লোককে আয়ত্তে আনার পদক্ষেপ নেয়া হয় I SUNA সংবাদ মাধ্যমটি জানায় অভুত্থানের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছেI

একজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার ভোরে কাউন্সিলের অনুগত সামরিক ইউনিটগুলো খার্তুমের সঙ্গে ওমদুরমান সংযোগকারি সেতুটি বন্ধ করতে ট্যাঙ্ক ব্যবহার করেI

অন্তর্বর্তীকালীন প্রশাসনের বিরুদ্ধে এটি প্রথম চ্যালেঞ্জ নয়। তারা জানায় যে বশিরের অনুগতদের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর অভ্যুথানের প্রয়াস আগেও তারা শনাক্ত করেছে এবং ব্যর্থ করে দিয়েছে I

২০২০ সালে প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদোক, তাঁকে হত্যার চেষ্টা থেকে রক্ষা পান, যখন খার্তুমে কাজে যাওয়ার পথে তাঁর যানবহরকে লক্ষ্য করে আক্রমণ করা হয়।

XS
SM
MD
LG