অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ অবসানে সুদানের প্রয়াস


দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা খীর,সে দেশের গৃহযুদ্ধ অবসানের লক্ষে বিদ্রোহী নেতা, রাইখ মাশারের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা ব্যক্ত করেছেন I ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, মার্টিন এলিয়া লমুরো বুধবার সাংবাদিকদের জানান যে, সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির,সুদানের রাজধানী, খার্তুমে দুই নেতার মধ্যেকার আলোচনার প্রস্তাব দিয়েছেন I

মি. লমুরো বলেন, সুদানের প্রেসিডেন্টের প্রস্তাবে সম্মত হয়ে মি. সালভা খীর, বিদ্রোহী নেতা,রাইখ মাশারের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসতে রাজী হয়েছেন I সুদান সরকার ইতিমধ্যেই আগাম একটি প্রতিনিধিদলকে বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে দক্ষিণ সুদানের রাজধানী, জুবায় পাঠিয়েছে I

XS
SM
MD
LG