অ্যাকসেসিবিলিটি লিংক

সামরিক এবং অসামরিক নেতাদের মধ্যে সৃষ্ট অচলাবস্থায় সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ   


মন্ত্রীপরিষদের জরুরী বৈঠকে কথা বলছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক। (ফাইল ফটো- এএফপি)
মন্ত্রীপরিষদের জরুরী বৈঠকে কথা বলছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক। (ফাইল ফটো- এএফপি)

শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করার ব্যর্থতা কাঁধে নিয়ে রাজনৈতিক গোলযোগে নিমজ্জিত সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক রবিবার পদত্যাগ করেছেন। টেলিভিশনে দেয়া বক্তৃতায় হামদক বলেন আফ্রিকান এই দেশটিকে “বিপর্যয়ে পিছলে পড়া” থেকে বাঁচাতে এবং “নিরাপত্তা, শান্তি, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রক্তপাত বন্ধে” যতো কিছু সম্ভব তিনি সব করেছেন। তিনি বলেন এখন সময় এসেছে একটি “ অসামরিক গণতান্ত্রিক দেশে” উত্তরণের জন্য অন্য কারও নেতৃত্বের। অক্টোবরে সামরিক বাহিনীর দ্বারা উৎখাত হয়ে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হবার এক মাসেরও বেশি সময় পর রবিবার হামদক পদত্যাগ করলেন। ২০২৩ সালে সুদানে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সামরিক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর তিনি প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় দায়িত্ব নিয়ে ফিরে এসেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে স্বৈরচার বিরোধী বিক্ষোভের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর অর্থনীতিবিদ এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হামদককে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেয়ার জন্যে মনোনীত করা হয়। ২০২৩ সালে নির্বাচন করা পর্যন্ত সুদানের শাসন চালানোর লক্ষ্যে সামরিক বাহিনী এবং বেসামরিক জোটের ক্ষমতা ভাগাভাগি করার একটি চুক্তির আওতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যে বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়, ২৫শে অক্টোবর সামরিক বাহিনীর দ্বারা হামদক ক্ষমতাচ্যুত হবার পর একই রকম বিক্ষোভ হয় এবং এমনকি হামদক ও সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানের মধ্যে নভেম্বরে চুক্তি স্বাক্ষরিত হবার পরও তা চলতে থাকে। সামরিক বাহিনী পাল্টা জবাব হিসেবে কাঁদানে গ্যাস, তাজা গুলি এবং রাবার বুলেটের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে। সুদানের গণতন্ত্রপন্থী সংগঠন ডক্টরস কমিটি জানায় রবিবার হামদকের পদত্যাগ ঘোষণার বক্তৃতা হবার আগে পর্যন্ত সেনা বাহিনী এবং বিক্ষভকারিদের মধ্যে হওয়া সংঘর্ষে তিনজন প্রাণ হারান। এ নিয়ে গত অক্টোবরের সেনা অভ্যুত্থান থেকে এ পর্যন্ত মোট ৫৭ জন মারা গেলেন, আহত হয়েছেন আরও কয়েকশ জন। হামদক পদত্যাগ করার পর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের ব্যুরো অফ আফ্রিকান অ্যাফেয়ার্স টুইটার পাতায় এক বিবৃতি দিয়েছে যাতে, সুদানের নেতাদের প্রতি আহবান জানানো হয়েছে, “বিভেদ দূরে ঠেলে, ঐকমত্যের মাধ্যমে দেশে অসামরিক শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে। সুদানের সংবিধান মেনে, মানুষের মুক্তির লক্ষ্য পূরণে, শান্তি ও ন্যায়বিচারের স্বার্থেই পরবর্তী প্রধানমন্ত্রী এবং মন্ত্রীপরিষদ নিয়োগ দেয়া উচিত”। ব্যুরো আরও বলেছে যুক্তরাষ্ট্র “সুদানের জনগণের গণতন্ত্রের সংগ্রামে, পাশে আছে” এবং কর্তৃপক্ষকে “প্রতিবাদকারীদের ওপর অবিলম্বে সহিংসতা থামিয়ে” অভিযান বন্ধের আহ্বান জানান। (প্রতিবেদনটির কিছু তথ্য এপি, রয়টার্স এবং এ এফপি থেকে নেয়া)

XS
SM
MD
LG