অ্যাকসেসিবিলিটি লিংক

অসামরিক শাসন প্রতিষ্ঠার দাবীতে খার্তুমের আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ


Roadblocks set up by protesters are seen in the Burri neighborhood to protest the June 2 massacre of at least 60 civilians, in Khartoum, Sudan, June 4, 2019.
Roadblocks set up by protesters are seen in the Burri neighborhood to protest the June 2 massacre of at least 60 civilians, in Khartoum, Sudan, June 4, 2019.

সুদানের রাজধানী খার্তুমে অসামরিক শাসন প্রতিষ্ঠার দাবীতে আন্দোলন করার সময় আইন শৃঙ্খলাবাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।সুদানের পেশাদারী সমিতি যারা প্রেসিডেন্ট ওমার আল বাশিরকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনাবাহিনীকে উৎসাহিত করে, জানায় সামরিক পরিষদ অসামরিক লোকদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বর্তমান পরিস্থিতি বিরাজ করবে।

এক প্রত্যক্ষদর্শী এ এফ পি কে জানান খারতুমের উত্তরে অবস্থিত বাহারি এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলো গাছের গুড়ি, চাকা এবং পাথর দিয়ে বন্ধ রাখা হয়। দোকানপাট বন্ধ রাখা হয়। বিক্ষোভকারীরা স্থানীয় বাসিন্দাদের কাজে যেতে বাধা দিচ্ছে বলে জানান ঐ প্রত্যক্ষদর্শী।

এই পর্যন্ত সহিংসতায় প্রায় ১১৩ জন নিহত হবার কথা সেখানকার ডাক্তার রা জানালেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতাবের নিহতের সংখ্যা ৬১। আন্দোলনের নেতৃত্বদানকারীদের সঙ্গে সামরিক বাহিনীর অসংখ্যবার আলোচনা হলেও মে মাসের মাঝামাঝি তা ভেঙ্গে পড়ে।

আফ্রিকান ইউনিয়ন জানায় অসামরিক নেত্রত্ত সরকার গঠন না হওয়া পর্যন্ত সকল কার্যক্রমে অংশ নেয়া থেকে সুদানকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

XS
SM
MD
LG